ঢাকা, ১৯ নভেম্বর - আগেই জানা গিয়েছিল আগামী ১-১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিতব্য এসএ গেমসের ২৭ ডিসিপ্লিনের ১০টিতে অংশ নেবে না ভারত। নতুন খবর হলো, গেমসের অন্যতম সেরা আকর্ষণ ফুটবলেও অংশ নিচ্ছে না ভারত।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ভারত নিশ্চিত করেছে তারা ফুটবলে দল পাঠাচ্ছে না। এবারের গেমসে ফুটবলে অংশ নেবে ৬ দেশ।
ভারত অংশ না নেয়ায় গেমস ফুটবলে সোনা জয়ের সম্ভাবনা আরো বাড়লো বাংলাদেশের। সবর্শেষ এসএ গেমসের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।
এবারের এসএ গেমসে অংশ নেবে বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, ভুটান ও স্বাগতিক নেপাল। ফুটবলের গ্রুপিং ও ফিকশ্চার আগামী শুক্রবার কাঠমান্ডুতে।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৯ নভেম্বর