সিলেট, ১৮ নভেম্বর- গত কয়েক মাস ধরেই পেঁয়াজের আকাশচুম্বি দামের কারণে সারাদেশের মানুষ দিশেহারা। পেঁয়াজের দাম নিম্মমূখী করতে সরকারি ভাবো ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। আগামীকাল মিশর থেকে বাংলাদেশে আনা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের বাজার যখন গরম ঠিক সেই মুহূর্তে সিলেটের জেলা শহরে লবণের দাম কেজি প্রতি ১শ টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে নিশ্চিত হতে এ প্রতিবেদকের পক্ষ থেকে যোগাযোগ করা হয় সিলেটের জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, আমি লবণের দাম বৃদ্ধির খবর শুনেছি। ইতোমধ্যে প্রতিটি উপজেলা ইউএনও এবং থানায় বলা হয়েছে পদক্ষেপ নিতে।
তিনি আরও বলেন, আজ সোমবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিট্রেটসহ কয়েকটি টহল টিম বাজারে অভিযানে নেমেছে। লবণের দাম বাড়ার কোন সুযোগ নেই। এটা একটি কুচক্রীমহলের গুজব মাত্র।
সিলেট থেকে মো. আতিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী এ প্রতিবেদককে জানান, আমাদের সিলেট শহরে সন্ধার পর থেকে দোকানিরা লবণ বিক্রি বন্ধ করে দিয়েছে। এবং সেই সাথে ১০০টাকা কেজি লবণের দাম নেয়া হচ্ছে।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/১৮ নভেম্বর