Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ , ১১ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১৮-২০১৯

চমেকের লিফটে ১৫ মিনিট আটকে ছিলেন আমীর খসরু

চমেকের লিফটে ১৫ মিনিট আটকে ছিলেন আমীর খসরু

চট্টগ্রাম, ১৮ নভেম্বর- বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের ১৫ নেতা-কর্মী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) গিয়ে প্রায় ১৫ মিনিট লিফটে আটকে ছিলেন। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির এক নেতা জানান, নগরীর পাথরঘাটায় বিস্ফোরণে আহতদের দেখতে গিয়েছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, ড্যাব নেতা ডা. খুরশিদ জামিলসহ বিএনপির ১৫ নেতা-কর্মী। হাসপাতালের পঞ্চম তলার অর্থোপেডিক ওয়ার্ড থেকে ৩ নম্বর লিফটে নামার সময় নিচতলার কাছাকাছি এসে বিকট শব্দে লিফট আটকে যায়। খবর পেয়ে নিচে অপেক্ষমান আমীর খসরুর একান্ত সচিব মো. সেলিমসহ বিএনপি কর্মীরা লিফটের দরজা টেনে তাদের বের করে আনেন। পরে ডা. খুরশিদ জামিল চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলামকে ফোনে বিষয়টি জানান।

লিফট অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া বলেন, রাতদিন বিরামহীন চলছে এই লিফট। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

সূত্র : সমকাল
এন কে / ১৮ নভেম্বর

চট্টগ্রাম

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে