Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ , ১৫ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (114 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১০-২৮-২০১৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত


	কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
কুয়েত, ২৮ অক্টোবর- কুয়েতের জাহারা এলাকার আমগারা নামক স্থানে কর্মস্থলে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হন। এ দুর্ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটে এবং আহত অপর ৪ জন কুয়েতের বিভিন্ন হাসপাতালে ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
 
গত শনিবার আনুমানিক ভোর পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ইসরাফিল, বাবা- হাজী শামসুউদ্দীন, ভাঙ্গা, ফরিদপুর; শওকত শেখ, বাবা- জব্বার শেখ, রাজৈর, মাদারীপুর; নাসির উদ্দিন, বাবা- লিহাস উদ্দিন, সিংগাইর, মানিকগঞ্জ ও নাজির আহমেদ, বাবা- নুর আহমেদ, সিংগাইর, মানিকগঞ্জ।
 
কুয়েতের জাহারা, ফারওনিয়া ও সাবাহ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ জন। এরা হলেন- আনোয়ারুল শেখ,  বাবা- আবুল হোসেন, আলফডাঙ্গা, ফরিদপুর; আব্দুর রব খান, বাবা- রজব আলী, মানিকগঞ্জ; বাবুল, বাবা- ছাদেক আল রহমান; সালাম, বাবা- জমির তালুকদার; দেওয়ান আলী, বাবা- ফরাস উদ্দিন।
 
এছাড়া সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সিরাজ, বাবা- আব্দুর রহমান মুন্সী, ভাঙ্গা, ফরিদপুর; বেলাল, বাবা- শাহজাহান, কুমিল্লা; আব্দুর রহমান, বাবা- ওয়াজ উদ্দিন, মানিকগঞ্জ ও হান্নান, বাবা- সজল ফকির, রাজৈর, মাদারীপুর।
 
দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা আহতদের খোঁজ খবর নেন এবং দূতাবাস এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহত ৪ জনের মরদেহ দেশে প্রেরণের বিষয়ে দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

কুয়েত

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে