ঢাকা, ১৮ নভেম্বর- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটি। গতকাল রবিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর মধ্য দিয়ে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
এ ছাড়া এ সময়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইম এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারেক সাঈদ পৃথক পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আর/০৮:১৪/১৮ নভেম্বর