Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ , ২৪ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১৭-২০১৯

৯৯৯ এ ফোন দিয়ে বিস্ফোরণের খবর দেন এক পথচারী

৯৯৯ এ ফোন দিয়ে বিস্ফোরণের খবর দেন এক পথচারী

চট্টগ্রাম, ১৭ নভেম্বর - চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনে বিস্ফোরণে ভবনধসে সাতজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনার পরই ৯৯৯ এ ফোন দিয়ে এক পথচারী দুর্ঘটনার খবরটি পুলিশকে জানায়।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিএমপির দক্ষিণের ডিসি মেহেদি হাসান।

তিনি বলেন, ‘৯৯৯ এ ফোন দিয়ে এক ব্যক্তি আমাদের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে বিস্ফোরণের ঘটনাটি জানান। এ ঘটনায় ১৭ জন দগ্ধ হন।’

এর আগে রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে বিস্ফোরণে আহতদের সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৭ নভেম্বর

চট্টগ্রাম

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে