Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ , ১৪ মাঘ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১৫-২০১৯

‘পেঁয়াজের জন্য বাণিজ্য মন্ত্রণালয় যত টাকা চাইবে দেয়া হবে’

‘পেঁয়াজের জন্য বাণিজ্য মন্ত্রণালয় যত টাকা চাইবে দেয়া হবে’

টাঙ্গাইল, ১৫ নভেম্বর- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় যত টাকা চাইবে বা সুযোগ সুবিধা চাইবে তার সবই দেয়া হবে অর্থ মন্ত্রনালয় থেকে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোন বাধা নেই। গতকাল প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পেঁয়াজের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

শুক্রবার ‍বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে কুমুদিনী কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী আরো বলেন, কর প্রদানকারীদের আয়তন বৃদ্ধি করা হবে।যারা কর দেন তারা তুলনামুলকভাবে বেশি রেট দিচ্ছেন। দেশের চার কোটি মানুষ আছে, যারা কর দেন না। তাদের সবাইকে করের আওতায় আনা গেলে করের রেটটা অনেক কমে যাবে।

এর আগে অর্থমন্ত্রী কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, নার্সিং কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ কুমুদিনী কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তা, কর্মচারী, এবং কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

আর/০৮:১৪/১৫ নভেম্বর

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে