Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ , ১৩ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১৫-২০১৯

‘আমি রাঙ্গার মেয়ে, বাবাকে নিয়ে কিছু কথা বলতে চাই’ (ভিডিও সংযুক্ত)

‘আমি রাঙ্গার মেয়ে, বাবাকে নিয়ে কিছু কথা বলতে চাই’ (ভিডিও সংযুক্ত)

ঢাকা, ১৫ নভেম্বর - শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। বাবার এ বক্তব্যের জন্য তার হয়ে ক্ষমা চেয়েছেন মেয়ে মালিহা তাসনিম জুঁই।

মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে এ প্রসঙ্গে কথা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট জুঁই। বাবার বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জুঁই। সেই সঙ্গে কোন প্রেক্ষাপটে রাঙ্গা নূর হোসেন সম্পর্কে মন্তব্য করেছেন সেটিও তুলে ধরেছেন।

ফেসবুক লাইভে এসে সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গার মেয়ে জুঁই বলেন, ‘আমি মসিউর রহমান রাঙ্গার মেয়ে। বাবার হয়ে আমি কিছু কথা বলতে চাই। দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে। রাঙ্গা সাহেব দেশবাসী, নূর হোসেনের মা, ভাই, পরিবার এবং প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করবেন। দয়া করে আমার ভিডিওটি শেয়ার করবেন।’

বাবা-মেয়ের সামান্য মনোমালিন্যের বিষয়টি উঠে এসেছে জুঁইয়ের কথায়, ‘শনিবার রাতে একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে আমার একটু ঝামেলা হয়। বাবা আমাকে অনেক ভালোবাসেন। অনেক আদর করেন। এর পরও ওই দিন রাতে ছোট একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে আমার রাগারাগি হয়। বিষয়টি নিয়ে আমাকে বকাঝকা করেন বাবা। এ নিয়ে ওই দিন রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পর দিন রোববার সকালে ঘরের কাউকে কিছু না বলে এমনকি নাশতা না করে বাইরে চলে যান। পরে আমি বুঝতে পারলাম আমার ওপর অনেক রাগ করেছেন বাবা।’

বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে রাঙ্গার সেই বক্তৃতার প্রেক্ষাপট তুলে ধরে জুঁই বলেন, ‘ওই দিন (রোববার) সকালে পার্টি অফিসে গিয়ে গণতন্ত্র দিবসে নেতাকর্মীর কাছে বাবা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কে কটু কথা শুনতে পান। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম এইচএম এরশাদ সম্পর্কে এসব কথাবার্তা শোনার পর মাথা ঠিক ছিল না বাবার। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। কারণ এরশাদকে নিজের বাবার মতো জানেন আমার বাবা। এ জন্য প্রতিক্রিয়া জানতে গিয়ে নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বাবা। বাবার বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বাবার হয়ে আমি সবার কাছে ক্ষমা চাই।’

শহীদ নূর হোসেনকে নিয়ে মন্তব্য করায় বুধবার সংসদে দাঁড়িয়ে নিঃশর্ত ক্ষমা চান বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। এদিন তিনি বলেন, ‘আমি যদি কোনো রকমের ভুল করে থাকি তার জন্য ক্ষমা চাচ্ছি, নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। আমার কোনো ভুলত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’ এর আগে টেলিভিশন টকশোতে ওই বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। পর দিন নূর হোসেনের মায়ের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দেন রাঙ্গা।

এর আগে রোববার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘নূর হোসেন ইয়াবাখোর, ফেনসিডিলখোর ছিলেন।’

রাঙ্গার এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। অনেকেই নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংসদ সদস্যের পদত্যাগ দাবি করেন।

সুত্র : যুগান্তর
এন এ/ ১৫ নভেম্বর

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে