Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ , ২৪ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১৫-২০১৯

মেসির সঙ্গে এক দলে খেলতে চান পেলে

মেসির সঙ্গে এক দলে খেলতে চান পেলে

সৌদি আরবের কিং সৌদ স্টেডিয়ামে আজ (শুক্রবার) রাতে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সুপার ক্লাসিকো এ ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে বাড়তি উত্তেজনা।

ম্যাচের বেশ কয়েকদিন আগে ব্রাজিলীয় অধিনায়ক থিয়াগো সিলভা জানিয়েছেন, মেসির বিপক্ষে খেলতে পারাও গর্বের বিষয়। আর এবার মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন খোদ ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, জানিয়েছেন সুযোগ থাকলে মেসির সঙ্গে এক দলে খেলতেন তিনি।

এক সাক্ষাৎকারে পেলেকে জিজ্ঞেস করা হয়, কার সঙ্গে এক দলে এক দলে খেলার ইচ্ছা রয়েছে তার? কয়েক মুহূর্ত ভেবে পেলে জবাব দেন, ‘আমি ভাবছি মেসির কথা।’

এরপর নিজের উত্তরের স্বপক্ষে যুক্তি দিয়ে মেসিকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে আখ্যা দেন পেলে। তিনি বলেন, ‘মেসি এক দক্ষ ফুটবলার। সে এসিস্ট করে, দারুণ পাস করে, গোল করে, এমনকি ড্রিবলও দারুণ করে। আমরা যদি এক দলে খেলতাম, তাহলে প্রতিপক্ষকে দুইজন খেলোয়াড়কে নিয়ে ভাবতে হতো। বর্তমানে মেসিই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার।’

এসময় তিনি আরও বলেন, ‘ফুটবল ইতিহাসে আমরা একই সময় এক দেশ থেকে ২-৩ জন কিংবদন্তি ফুটবলার দেখতে পেতাম। ইউসেবিও, সিময়েস, ক্রুইফ, বেকেনবাওয়ার, ম্যারাডোনা, গারিঞ্চা, দিদি- কতগুলো নাম বললাম আমি? আর এখন সব মিলিয়েই আছে ২-৩ জন। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আমি নেইমারের নামও বলতে পারতাম, তবে সে এখনও কিংবদন্তি হতে পারেনি।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৫ নভেম্বর

ফুটবল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে