ঢাকা, ১৪ নভেম্বর - বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন বর্তমানে রাজনীতিতে তেমনটা সক্রিয় না থাকলেও সহসাই বিএনপির রাজনীতি থেকে বিদায় নেবার চিন্তা-ভাবনা করছেন বলে জানা গেছে। শাহ মোয়াজ্জেম হোসেনের পারিবারিক এবং ব্যক্তিগত বন্ধুরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দলীয় রাজনীতি থেকে শাহ মোয়াজ্জেম হোসেন নিজেকে পুরোপুুরি গুটিয়ে নিয়েছেন। বর্তমানে গুলশানের বাসভবনেই নিজ নির্বাচনী এলাকার মানুষদের সাথে সুখ-দুঃখের গল্প করেই সময় পার করছেন বর্ষিয়ান এ নেতা। তবে নিজের রাজনৈতিক ও ব্যক্তি জীবনের নানান দিক নিয়ে একটি আত্মজীবনী লেখার কাজে হাত দিয়েছেন সাবেক এ উপ-প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর এক সময়ের স্নেহভাজন শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্র রাজনীতিতে বাংলাদেশ ছাত্রলীগে উজ্জল ভূমিকা পালন করলেও স্বৈরাচার এরশাদের দলে জাপায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ পদে আসীন হন। জাপার মহাসচিবের দায়িত্বও পালন করেন দীর্ঘদিন। সরকারেও তার ভূমিকা ছিল অনবদ্য। এরশাদ তাঁকে উপ-প্রধানমন্ত্রীরও দায়িত্ব দেন। বিভিন্ন টানাপোড়নের মধ্য দিয়ে এক সময় এরশাদের জাপা ছেড়ে যোগ দেন বিএনপিতে। বিএনপিতে তাঁকে ভাইস-চেয়ারম্যান পদে আসীন করে। শাহ মোয়াজ্জেম হোসেন বিএনপির রাজনীতিকে তারেক রহমানের কারণে খুব বেশি যুতসই করতে পারেননি। তাঁকে স্থায়ী কমিটির সদস্য করার জন্য বেগম খালেদা জিয়ার আগ্রহ থাকলেও তারেক রহমানের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য না করায় বিএনপির রাজনীতি থেকে শাহ মোয়াজ্জেম হোসেন নিজেকে গুটিয়ে নেন। মাঝে-মধ্যে দু একটি সামাজিক সংগঠনে অতিথী হিসেবে বক্তব্য দিলেও বিএনপির কোন কর্মসূচিতে তাঁকে দেখা যায়না। শাহ মোয়াজ্জেম হোসেনের ঘনিষ্ঠ এক সহচর জানান, বিএনপির রাজনীতি করার অনুকূল পরিবেশ না থাকায় লিডার চুপচাপ আছেন। তার মতে, বিএনপি অদৃশ্য সুতার টানে চলে। যে দলের নেতা কে সেটা পরিস্কার নয় সে দলের রাজনীতি না করাই শ্রেয়।
সূত্র :বাংলা ইনসাইডার
এন এইচ, ১৪ নভেম্বর