Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ , ২৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১৩-২০১৯

মাওলানার ঘোষণার আগেই সড়ক-মহাসড়ক দখলে নিলেন জমিয়ত কর্মীরা (ভিডিও)

মাওলানার ঘোষণার আগেই সড়ক-মহাসড়ক দখলে নিলেন জমিয়ত কর্মীরা (ভিডিও)

বেলুচিস্তান, ১৩ নভেম্বর- মাওলানা ফজলুর রহমানের ঘোষণার আগে থেকেই জমিয়ত কর্মীরা সিন্ধু মহাসড়ক, বেলুচিস্তানের কোয়েটা-চামান সড়ক, খাইবার পাখতুনখোওয়ার সিল্ক রোড এবং পাঞ্জাবের সিন্ধু হাইওয়ে দখলে নিয়েছে।

বুধবার দুপুরের পর থেকে গুরুত্বপূর্ণ এ সড়কগুলো নিয়ন্ত্রণ করছে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা-কর্মীরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চ রাজধানী ইসলামাবাদ থেকে পুরো দেশে ছড়িয়ে পড়ছে।

‘প্ল্যান-বি’র আওতায় দেশটির সব সহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বিক্ষোভের নেতৃত্বদানকারী মাওলানা ফজলুর রহমান।

বুধবার সন্ধ্যায় অবস্থানের ১৪তম দিনে আজাদি মার্চ সমাপ্তির ঘোষণা দেন তিনি।

আজাদি মার্চের সমাপণী ভাষণে দেশবাসীকে দলমত নির্বিশেষে রাস্তায় নেমে আসার আহ্বান জানান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, এতদিন যারা ইসলামাবাদ আসতে পারেননি, তারা সুযোগমত যার যার এলাকায় অবরোধে নেমে আসবেন। আমরা গণতন্ত্র ও দেশের জন্য এতদিন আজাদি মার্চ করেছি। এ অবৈধ সরকার পদত্যাগ পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো।

জমিয়ত নেতা মাওলানা আতাউর রহমান ‘প্ল্যান-বি’র ব্যাখ্যা করে বলেন, বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ দেশের মহাসড়ক অবরোধ করা হবে। ইতিমধ্যে অনেক সড়ক আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামীকাল পেশোয়ার ও রাওয়ালপিন্ডির মধ্যবর্তী জিটি রোডও অবরোধ করা হবে।

বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে করাচির হাব নদী সড়ক অবরোধ করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে দলটির নেতারা জানিয়েছেন। কর্মীদের অবরোধের সময় অ্যাম্বুলেন্স ও জরুরী গাড়ি যাওয়ার ব্যবস্থা রাখার নির্দেশনা দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের হাতে লাঠি না ধরার নির্দেশনাও দেয়া হয়েছে।

আর/০৮:১৪/১৩ নভেম্বর

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে