Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ , ১১ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১৩-২০১৯

সুস্থ হয়ে উঠছেন লতা মঙ্গেশকর

সুস্থ হয়ে উঠছেন লতা মঙ্গেশকর

মুম্বাই, ১৩ নভেম্বর- কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হচ্ছে। গেল সোমবার রাত ২টা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন এই গায়িকা। মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই গায়িকাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসকদের ক্রমাগত চেষ্টার ফলে অবশেষে সুস্থ হয়ে উঠতে শুরু করেন সুর সম্রাজ্ঞী। বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। বুকে সংক্রমণের জন্যই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার। আপাতত ভেন্টিলেটরেই রাখা হয়েছে তাকে।

লতা মঙ্গেশকরের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই উৎকণ্ঠা চোখে পড়ে তার ভক্তদের মধ্যে। ভারতের সবচেয়ে সম্মানিত প্লেব্যাক গায়ক-গায়িকাদের একজন লতা। তিনি এক হাজারের বেশি হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন।

পাশাপাশি এই গায়িকা ভারত ও বিদেশের সব মিলিয়ে ৩৬টির বেশি ভাষার গান গেয়েছেন।

দাদাসাহেব ফালকে পুরস্কার, ভারতরত্ন সম্মাননা, তিনটি জাতীয় পুরষ্কারসহ একাধিক সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন লতা।

আর/০৮:১৪/১২ নভেম্বর

সংগীত

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে