Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ , ৮ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১০-২০১৯

পাথরঘাটায় ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সাংবাদিকসহ আহত অর্ধশত

পাথরঘাটায় ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সাংবাদিকসহ আহত অর্ধশত

বরগুনা, ১০ নভেম্বর - ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট ঝড়ো হওয়ায় বরগুনার পাথরঘাটা উপজেলার পাঁচ শতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ ও ২০টির মতো ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া প্রায় অর্ধ শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

আজ রোববার ভোররাত আড়াইটার দিকে ঝড়ো ও ধমকা হাওয়া বইতে শুরু করলে সকাল ৭টার দিকে তা প্রবলভাবে আঘাত করে। এতে উপজেলার প্রায় ২০টি ঘর বিধ্বস্ত এবং পাঁচ শতাধিক পাকা-আধাপাকা ঘরের চালা উড়িয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ঘরে অবস্থান করায় ৫০ জনের মতো আহত হন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

পাথরঘাটা কলেজ এলাকার বাসিন্দা সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় তিনি আহত হন। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে তার শিশু সন্তানসহ স্ত্রী।

খোকনের স্ত্রী মুন্নি জানান, তারা ঘরের মধ্যে অবস্থান করছিলেন, এমন সময় বিকট শব্দে তাদের বসতঘরের ওপর কড়াই গাছ এসে পড়ে। তখন তারা স্টিলের আলমারির পাশে গিয়ে দাঁড়িয়ে প্রাণ বাঁচান। পরে স্থানীয়রা এসে তাদের ঘর থেকে বের করেন।

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পাথরঘাটায় ব্যপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তালিকা তৈরি করা হচ্ছে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১০ নভেম্বর

বরগুনা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে