Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ , ২৯ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-০৭-২০১৯

কক্সবাজারের সাবেক সাংসদ ফরিদকে জিজ্ঞাসাবাদ

কক্সবাজারের সাবেক সাংসদ ফরিদকে জিজ্ঞাসাবাদ

কক্সবাজার, ০৭ নভেম্বর - অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্পদের বিষয়ে অনুসন্ধানের তথ্য জানার জন্য তাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৭ সালে স্ত্রী ও ছেলে-মেয়েদের নামে সম্পদের যে বিবরণী ফরিদ দুদকে দাখিল করেছিলেন তাতে অসঙ্গতি পাওয়ায় তাকে ও তার স্ত্রী নুর আকতার জাহানকে তলব করে দুদক।

অভিযোগের সত্যতা যাচাইয়ে ৬ নভেম্বর তাদের তলব করে চিঠি দেয়া হয়। তবে আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ হাজির হলেও তার স্ত্রী দুদকে হাজির হননি।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৭ নভেম্বর

কক্সবাজার

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে