ঢাকা, ৫ নভেম্বর- প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের স্মারক, ট্রফি ও জার্সি তুলে দেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার (৫ নভেম্বর) গণভবনে টুর্নামেন্টের এসব গুরুত্বপূর্ণ স্মারক তুলে দেয়া হয়।
এ সময় সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এমপি, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও বিজিএমইর সভাপতি রোবানা হক উপস্থিত ছিলেন। ৯-১৪ নভেম্বর ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলাগুলো। প্রতিযোগিতায় আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিস্তান ও স্বাগতিক বাংলাদেশ অংশ নেবে।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/০৫ নভেম্বর