Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৪ এপ্রিল, ২০২০ , ২০ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-০৫-২০১৯

সিলেটে রবীন্দ্রনাথের আগমনের শতবর্ষে সিসিকের বর্ণাঢ্য শোভাযাত্রা

সিলেটে রবীন্দ্রনাথের আগমনের শতবর্ষে সিসিকের বর্ণাঢ্য শোভাযাত্রা

সিলেট, ৫ নভেম্বর- সিলেটে রবীন্দ্রনাথ আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে সিটি করপোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় শতবর্ষ পূর্তির এ শোভাযাত্রা নগর ভবনের সামনে থেকে বের হয় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন 'সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষে স্মরণোৎসব' কমিটির আহবায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সদস্য সচিব সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের সারস্বত সমাজ ও নানা স্তরের প্রতিনিধিদের আমন্ত্রণে ১৯১৯ সালের নভেম্বর মাসে সিলেট এসেছিলেন। শতবর্ষ পূ‌র্বের ঠিক এ দিন‌টির (৫ ন‌ভেম্বর) সকাল বেলা তি‌নি সি‌লে‌টে পৌঁছান।


রবীন্দ্র আগমনের সেই ঐতিহাসিক ঘটনাকে আজ সকালে বিশেষভাবে স্মরণ কর‌ছে শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ।

সকাল সাড়ে ৮টায় বন্দরবাজার এলাকার ব্রাহ্ম মন্দিরে 'শব্দে ছন্দে রবীন্দ্র স্মরণ' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকাল ৭টায় চাঁদনীঘাটে র‌বি ঠাকু‌রের স্মৃ‌তির প্র‌তি শ্রদ্ধা নি‌বেদন করা হয়। শ্রীহট্ট ব্রাহ্মসমাজের আয়োজনে সুরমা নদীর চাঁদনীঘাটে রবীন্দ্রনাথের আগমনের ক্ষণ স্মরণে পুষ্প বর্ষণের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়।

সূত্র: সিলেটটুডে

আর/০৮:১৪/০৫ নভেম্বর

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে