রাজশাহী, ০৩ নভেম্বর- রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদউদ্দিন আহম্মেদকে জোর করে টেনে হিঁচড়ে পুকুরে ফেলে দেয়ায় ৫০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতেই হোস্টেলে অভিযান চালায় পুলিশ। এতে ২৫ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ মসজিদে নামাজ পড়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছেন ছাত্রলীগ কর্মীরা। শনিবার (২ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
অধ্যক্ষ ফরিদ উদ্দীন সাংবাদিকদের বলেন, বিভিন্ন সময় ছাত্রলীগের ছেলেরা অন্যায় দাবি নিয়ে আসতো আমার কাছে। সেসব দাবি না মানায় তারা আমার উপর ক্ষুদ্ধ ছিল। তাদের দাবিগুলো মানার মত ছিল না।
সূত্র : বিডি২৪লাইভ
এন কে / ০৩ নভেম্বর