ঢাকা, ৩০ অক্টোবর - বিক্রি করেছে ২২ ক্যারেটের স্বর্ণ। কিন্তু ক্রেতাকে দিয়েছে ২১ ক্যারেট। কৌশলে ক্রেতা ঠকিয়েছে-এমন অভিযোগ করেছেন এক ভোক্তা।
বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ শুনানিতে ক্রেতার সঙ্গে প্রতারণার বিষয়টি প্রমাণ হয়। এ অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠান কুইনপালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা দেয়া হয়।
অভিযোগটি নিষ্পত্তি করেন অধিদফতরে সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
এ বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, রাজধানীর কাটাবন এলাকার কুইনপাল নামের জুয়েলারি প্রতিষ্ঠান থেকে এক ক্রেতা ২২ ক্যারেট মানের স্বর্ণের গহনা কেনেন। কিন্তু পরে পরীক্ষা করে দেখেন তা ২২ ক্যারেটের নয়, ২১ ক্যারেটের। এ বিষয়ে ক্রেতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে একটি অভিযোগ দায়ের করেন। আজকে অভিযোগ শুনানিতে কুইনপল প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ২১ ক্যারেটের বিষয়টি স্বীকার করেন। এটি ভুল হয়েছে বলে দাবি করেন তারা।
তিনি আরও বলেন, অধিদফতর মনে করে বিষয়টি ভুল নয় কৌশলে ক্রেতা ঠকিয়ে বাড়তি মুনাফা করছে। এটি ক্রেতার সঙ্গে প্রতারণা। যা ভোক্তা আইন অনুযায়ী দণ্ডনীয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা দেয়া হয়।
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী এখন প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা। আর ২১ ক্যারেট মানের স্বর্ণের দাম ৫৪ হাজার ৫২৯ টাকা। এ হিসাবে প্রতি ভরি ২২ ক্যারেটের চেয়ে ২১ ক্যারেট মানের স্বর্ণ ২ হাজার ৩৩৩ টাকা কম।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ৩০ অক্টোবর