ঢাকা, ২৮ অক্টোবর - জাপানে চাকরি দেয়ার নাম করে মানবপাচারের অভিযোগে রাজধানীর মিরপুরে টিএমএসএস ভবনে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৩ এর সহযোগিতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর জাহাঙ্গীর আল জানান, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে মিরপুর-১০ এর পশ্চিম শেওরাপাড়ার ৬৩১/৫ এ টিএমএসএস ভবনে অভিযানটি পরিচালনা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, টিএমএসএস-এর অঙ্গপ্রতিষ্ঠান আইসিটি শাখার কয়েকজন অসাধু ব্যক্তি জাপানে লোক পাঠানোর নামে মানবপাচার করে আসছে। প্রতিষ্ঠানটির আইসিটি শাখার দুজনকে আটক করা হয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৮ অক্টোবর