Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ , ১৫ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-২৮-২০১৯

টানা ১০বার সুইস ইনডোরের শিরোপা জিতলেন ফেদেরার

টানা ১০বার সুইস ইনডোরের শিরোপা জিতলেন ফেদেরার

এবারসহ টানা ১০ম বারের মতো সুইস ইনডোরের শিরোপা নিজের করে নিলেন রজার ফেদেরার। আর ছয়টি শিরোপা জিতলে জিমি কনোর্সের ১০৯টি শিরোপার রেকর্ড স্পর্শ করবেন তিনি। এ নিয়ে এটি তার ১০৩তম এটিপি শিরোপা।

গতকাল রবিবার বাসেলে অস্ট্রেলিয়ান মিনাউরকে ৬-২, ৬-২ গেমে হারান ফেদেরার। তিনি সময় নেন মাত্র এক ঘণ্টা আট মিনিট। প্রতিযোগিতায় এটি তার টানা ২৪তম ম্যাচ জয়।

ম্যাচ শেষে ফেদেরার জানান, “আমার জন্য ভীষণ কঠিন একটি ম্যাচ ছিলো আজ। কয়েকবার ভুল করলেও শেষ পর্যন্ত আমি ঘুরে দাঁড়াতে পেরেছি। এলেক্স অনেক ভালো খেলেছে। আসলে আমরা দুইজনই ভালো খেলেছি। ও তরুণ, ভবিষ্যতে আরও ভালো করবে।”

এই সুইস তারকা আরো জানান, “আমার জন্য অনেক আনন্দের ছিলো এই জয়টা। আমি ঘরের মাঠের টুর্নামেন্টের দশম শিরোপা জিতলাম।”

সূত্র: কালের কণ্ঠ

আর/০৮:১৪/২৮ অক্টোবর

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে