ঢাকা, ২৬ অক্টোবর - ইলেকট্রিক্যাল জনসন বোর্ডে স্পার্কিং থেকে রাজধানীর ধানমন্ডির ভবনে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। শনিবার সকালে ধানমন্ডির ৬/এ সড়কের ঈদগাহ মাঠের পাশে একটি ১২ তলা ভবনের ৩য় তলায় এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘ফ্ল্যাটের ইলেকট্রিক্যাল জনসন বোর্ড বা ইলেকট্রিক্যাল কোনো বোর্ডে স্পার্কের কারণেই আগুনের সূত্রপাত হয়। এর পরপরই কিছু বুঝে ওঠার আগে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।’
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ‘যেসব ফায়ার স্টেসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন, তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে।’
ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় ধোঁয়ার কারণে সায়মা নামের এক নারী মারা গেছেন। তিনি ওই ফ্ল্যাটের ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষক মেজবাহ কামালের গৃহকর্মী হিসেবে থাকতেন বলে জানা গেছে। এছাড়াও ধোঁয়ার কারণে আরও ৩ জন আহত হয়েছে। তাদের একজন শাহেদা নামে ১২ বছরের গৃহকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন।
আহত বাকি দুই নারীর মধ্যে একজন ঢামেকে ও অপরজন স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৬ অক্টোবর