Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ , ৩০ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-২১-২০১৯

সমাবেশের অনুমতি না দেয়ায় ঐক্যফ্রন্টের নিন্দা

মো. ইলিয়াস


সমাবেশের অনুমতি না দেয়ায় ঐক্যফ্রন্টের নিন্দা

ঢাকা, ২১ অক্টোবর- সোহরাওয়ার্দী উদ্যানের গণশোক সমাবেশের অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (২১ অক্টোবর) বিকালে জাতীয় ঐক্যফ্রন্ট-এর শীর্ষনেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে তাঁর বেইলী রোডস্থ বাসভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক জরুরী সভায় এই নিন্দা জানানো হয়।

সোহরাওয়ার্দী উদ্যানের গণশোক সমাবেশের সরকার কর্তৃক অনুমতি না দেওয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ মনে করেন গণবিচ্ছিন্ন সরকার খুবই লজ্জাকর কাজ করেছেন। সরকার মত প্রকাশের অধিকার খর্ব করেছে। সরকার অনুমতি না দেয়ার কারণে আগামীকাল ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের গণশোক সমাবেশ স্থগিত করেছে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামীতে আন্দোলন প্রতিবাদ অব্যাহত থাকবে। সব স্বৈরশাসকরা এমন অগণতান্ত্রিক আচরণ করে গণরোষানলে বিতাড়িত হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ দ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ.স.ম. আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারর আহ্বায়ক অ্যধাপক ড. নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্য ট্রাস্ট্রি ডা. জাফরউল্লাহ চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, এডভোকেট সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২১ অক্টোবর

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে