গাজীপুর, ২১ অক্টোবর- গত ১৯ অক্টোবর কালিয়াকৈর বাজারে উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপদ। এসময় সড়ক ও জনপদের জমিতে নির্মিত কালিয়াকৈর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় গুড়িয়ে দেয় প্রশাসন। সড়ক ও জনপদ সূত্রে জানা যায়, পরিমাপ করে সিমানা নির্ধারণ করেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা সোমবার (২১ অক্টোবর) সকালে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নেতা কর্মীরা অভিযোগ তুলেন, বিনা নোটিশে বিএনপির রেকর্ডকৃত বৈধ সম্পত্তির উপর নির্মিত তাদের প্রধান কার্যালয় ভেঙ্গে ফেলা হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ও পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর খান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও মেয়র মজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ, গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, গাজীপুর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক শাহীন, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূইয়া, জেলা যুবদলের সদস্য মমিন, যুবনেতা মালেকসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, অভিযানটি পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ। আমরা নির্দেশনা অনুযায়ী সহযোগিতা করেছি। তাছাড়া সড়ক ও জনপদ আগেই সরকারি সম্পদের সীমানা নির্ধারণ করেছে। কারো ব্যক্তিগত সম্পদে অভিযান পরিচালনা করা হয়নি। ইতিপূর্বে অভিযানের কথা তাদেরকে জানানো হয়েছে কিন্তু কোন প্রকার কাগজ নিয়ে আসেনি। তারা কোন কিছু সরিয়েও নেয় নি। এ ছাড়াও তিন দিন পূর্বে মাইকিংও করা হয়েছে।
সূত্র : বিডি২৪লাইভ
এন কে / ২১ অক্টোবর