লালমনিরহাট, ২০ অক্টোবর- লালমনিরহাটের হাতীবান্ধা হাতের মেহেদী শুকানোর আগেই ট্রাকের ধাক্কায় মারা গেলেন স্বামী-স্ত্রী। মাস খানিক আগে গোলাম মোস্তফা ও রাহেলা খাতুনের বিয়ে হয়।
শনিবার রাতে উপজেলার পারুলিয়া ও ঘুন্টিবাজারের বটতলা বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, উপজেলার উত্তর হলদিবাড়ী পাঠানবাড়ী গ্রামের আব্দুল সোবাহানের ছেলে মোস্তফা ও মোস্তফার স্ত্রী রাহেলা বেগম।
জানা গেছে, আটোরিকশায় করে মোস্তফা তার স্ত্রী রাহেলা বেগমকে নিয়ে উপজেলার পশ্চিম ঘুন্টি এলাকায় একটি দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক আটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছেন।
সূত্র: কালের কণ্ঠ
আর/০৮:১৪/২০ অক্টোবর