Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ , ১৪ মাঘ ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (9 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১৯-২০১৯

আবারও বাতিল হচ্ছে ভারতীয় রুপি

আবারও বাতিল হচ্ছে ভারতীয় রুপি

নয়া দিল্লী, ২০ অক্টোবর- ২০১৯ সালের ডিসেম্বর শেষ হলেই বাতিল হচ্ছে ২০০০ রুপির নোট। তার বদলে বাজারে আসছে নতুন ১০০০ রুপির নোট। অর্থাৎ, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে অচল হতে চলেছে ২০০০ রুপির নোটগুলো।

ইতোমধ্যেই নতুন করে ২০০০ রুপির নোট ছাপানো বন্ধ করে দিয়েছে আরবিআই।

বেশ কিছু দিন থেকেই ভারতের এটিএম বুথগুলোতে ২০০০ রুপির নোট কম রাখা হয়। জানা গেছে, আরবিআই এই নোট ছাপানো বন্ধ করে দেয়াতেই এটিএম বুথে সেগুলো কম পাওয়া যাচ্ছে। অবশ্য, এর বদলে ৫০০, ২০০ ও ১০০ রুপির নোট থাকছে যথেষ্ট পরিমাণে।

উল্লেখ্য, গত ২০১৭ সালে ৩৫৪২ দশমিক ৯৯১ মিলিয়ন ২০০০ রুপির নোট ছাপিয়েছিল আরবিআই। ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ১১১ দশমিক ৫০৭ মিলিয়নে। চলতি বছরের শুরুতে এটি ছাপানো বন্ধ করে দেয় আরবিআই। কালো টাকা প্রতিরোধের ব্যবস্থা হিসেবে ২০১৬ সালের ৮ নভেম্বর রাতে হঠাৎ করেই পুরনো ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে দেয় ভারত সরকার। তার বদলে ২০০০ রুপির নোট বাজারে এনেছিল আরবিআই।

আর/০৮:১৪/২০ অক্টোবর

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে