Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ , ২৩ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 1.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১৮-২০১৯

সাবেক আইআরও বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ আর নেই

সাবেক আইআরও বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ আর নেই

কিশোরগঞ্জ, ১৮ অক্টোবর - বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র ঢাকা বিভাগীয় পরিচালক কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর ছোট ভগ্নিপতি সাবেক রাজশাহী বিভাগের আইআরও ও কিশোরগঞ্জের জেলা রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ আর নেই।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ল্যাব এইড হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন।

জিয়া উদ্দিন আহমেদ আওয়ামী লীগের প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী আশরাফুল ইসলাম ও বর্তমান কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির চাচাতো ভগ্নিপতি ছিলেন।

শুক্রবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বালিগাঁও গ্রামের মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৮ অক্টোবর

কিশোরগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে