Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ , ৩০ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১৭-২০১৯

যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন কৃতি

যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন কৃতি

মুম্বাই, ১৭ অক্টোবর - বলিউডে যৌন হেনস্তার খবর নতুন নয়। ইতিমধ্যে এ নিয়ে মুখ খুলেছেন অনেক অভিনেত্রীই। এবার মি টু নিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বলিউডে কি যৌন হেনস্তার মুখে পড়তে হয় অভিনেত্রীদের? সম্প্রতি এ নিয়েই মুখ খুললেন কৃতি।

সম্প্রতি ‘হাউজফুল ৪’-এর এই অভিনেত্রী বলেন, কোথাও কোনো যৌন হেনস্থার মতো ঘটনা ঘটলে বিষয়টি নিয়ে তখনই প্রতিবাদ করা উচিত।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, যৌন হেনস্থার পর বরাবরই বিষয়টি নিয়ে প্রতিবাদ করার কথা বলেছেন কৃতি শ্যানন। পাশাপাশি এ ঘটনার পর কখনো মুখ বন্ধ করে রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

কৃতি বলেন, তিনি কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হননি, একথা ঠিক। কিন্তু কেউ এই ঘটনার মধ্যে পড়লে দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত।

শুধু তাই নয়, যৌন হেনস্থার বিরুদ্ধে জোরদার আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেও মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘বলিউড হোক বা অন্য কোনো জায়গায়, এই ধরনের ঘটনার প্রতিবাদ সবসময় করা উচিত।’

এর আগে যৌন হেনস্থার প্রতিবাদে মুখ খুলেছেন তনুশ্রী দত্ত থেকে শুরু করে বিদ্যা বালান কিংবা রাধিকা আপ্তে সহ আরও অনেক তারকা।

এন এ/ ১৭ অক্টোবর

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে