Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ , ৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 2.7/5 (9 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১৫-২০১৯

মেডিকেল ভর্তি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ

মেডিকেল ভর্তি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ

ঢাকা, ১৫ অক্টোবর - মেডিকেল ভর্তি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ করার সুযোগ দেবে স্বাস্থ্য অধিদফতর। আগ্রহী পরীক্ষার্থীরা আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে টেলিটকে এসএমএসের মাধ্যমে এক হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে নিজ ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলনকক্ষে এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি জানান, পুনঃনিরীক্ষার ফলাফল যথা সময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে বলে মন্তব্য করেন তিনি।

গত ১১ অক্টোবর অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬৯ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেন ৪৯ হাজার ৪১৩ জন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৫ অক্টোবর

শিক্ষা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে