ঢাকা, ১৪ অক্টোবর- আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোনো ব্যক্তি অন্যের জন্য প্রহরী হিসেবে কাজ করতে পারবেন না বলে জানিয়েছে সরকার। এ বিষয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬-এর অনুচ্ছেদ ২৫(গ) অনুযায়ী, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোনো ব্যক্তি নিজ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না। সে ক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে।’
নীতিমালার বরাত দিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো ব্যক্তি তার লাইসেন্স অনুযায়ী থাকা অস্ত্র আত্মরক্ষার জন্য নিজে বহন ও ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীত বা বিরক্তি সৃষ্টি হতে পারে-এমন করে তা প্রদর্শন করা যাবে না।
এ নীতিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধান মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় মন্ত্রণালয়।
আর/০৮:১৪/১৪ অক্টোবর