Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ , ৩ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১৪-২০১৯

নেহালকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি: সাবিলা নূর

নেহালকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি: সাবিলা নূর

ঢাকা, ১৪ অক্টোবর- ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল চলতি বছরের শুরুতে। কিন্তু তখন বিয়ের খবরটি উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার বছরের শেষ দিকে এসে বিয়ের পিঁড়িতে বসার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আলোচিত এ তারকা।

প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সাবিলা। তার হবু বর পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। ২৫ অক্টোবর রাজধানীর একটি পার্টি সেন্টারে জাঁকালো আয়োজনে হতে যাচ্ছে তাদের বিয়ে।

বিয়ের প্রস্তুতির বিষয়ে সাবিলা বলেন, ২৪ অক্টোবর আমাদের হলুদ, ২৫ অক্টোবর বিয়ের অনুষ্ঠান ও ২৭ অক্টোবর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ঢাকার আলাদা তিনটি স্থানে অনুষ্ঠানের ভেনু আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। ডেকোরেশন, ফটোগ্রাফারসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোও ঠিক করে ফেলেছি। এখন বিয়ের নিমন্ত্রণপত্র দেওয়া ও টুকটাক ছোটছোট বিষয়গুলো গোছাচ্ছি। বলা যায় খুব ব্যস্ত সময় যাচ্ছে।

তিনি বনে, ও (নেহাল) আসলে আমার বন্ধু অভিনেতা তৌসিফ মাহবুবের বন্ধু। সেখান থেকে আমাদের দু’জনের পরিচয়, বন্ধুত্ব ও প্রেম। এখন সেটা বিয়েতে গড়াচ্ছে।

সাবিলা নূর বলেন,  নেহাল আর আমার তিন বছরের বন্ধুত্ব। কিন্তু যদি প্রেমের সম্পর্কের কথা বলেন, সেটা এক বছরের। আমাদের মধ্যে বোঝাপড়ার বিষয়টা অনেক ভালো। কারণ ও আগে থেকেই আমার বন্ধু। আসলে আমি মনে করি বন্ধুকে স্বামী হিসেবে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ। এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। তাছাড়া একে অপরের সব বিষয় ভালোভাবে বোঝা যায় ও যেকোনো বিষয় নির্দ্বিধায় শেয়ারও করা যায়।

নেহালের গ্রামের বাড়ি চাঁদপুর। বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক মরহুম আবু তাহেরে একমাত্র ছেলে সে। নেহালের মা  মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন। এক ভাই ও এক বোন।  ঠাণ্ডা প্রকৃতির মানুষ নেহাল।

এন কে / ১৪ অক্টোবর

নাটক

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে