Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ , ৩০ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১২-২০১৯

এমবিবিএস ভর্তি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে তিন হাজার

এমবিবিএস ভর্তি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে তিন হাজার

ঢাকা, ১২ অক্টোবর - রাজধানীসহ সারাদেশে গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন হাজার ৫১৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষা সর্বমোট অংশগ্রহণ করেন ৬৯ হাজার ৪১০ শিক্ষার্থী।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন অধ্যাপক ডাক্তার আহসান হাবীব আজ (শনিবার) এ তথ্য জানান। তবে কী কারণে শিক্ষার্থীরা অনুপস্থিত ছিলেন সে সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে সারাদেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর ছিল।

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি চার হাজার ৬৮টি এবং বেসরকারি ছয় হাজার ৩৩৬টিসহ ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯২৮ ভর্তিচ্ছু আবেদন করেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১২ অক্টোবর

শিক্ষা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে