Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ , ৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১২-২০১৯

সাইফের সেঞ্চুরিতে বড় লক্ষ্য দিল বাংলাদেশ ‘এ’

সাইফের সেঞ্চুরিতে বড় লক্ষ্য দিল বাংলাদেশ ‘এ’

কলম্বো, ১২ অক্টোবর - উড়ন্ত সূচনা এনে দিলেন মোহাম্মদ নাঈম শেখ। বিস্ফোরক ওপেনারকে শুরুতে সঙ্গ দেওয়া সাইফ হাসান পরে টানলেন বাংলাদেশ ‘এ’ দলকে। এই ওপেনারের সেঞ্চুরিতে তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল ওয়ানডেতে শ্রীলঙ্কা ‘এ’ দলকে বড় লক্ষ্য দিয়েছে সফরকারীরা।

সাইফের ১১৭ ও নাঈমের ৬৬ রানের ওপর ভর করে ৯ উইকেটে ৩২২ রান করেছে বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজে এখন রয়েছে ১-১ সমতা। প্রথমটিতে সহজেই জেতে শ্রীলঙ্কা। পরেরটিতে শেষ বলে জিতে সমতা ফেরায় বাংলাদেশ।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে সাইফ ও নাঈমের ব্যাটে শুরুটা ভালো করে বাংলাদেশ। আগের ম্যাচে ঝড় তোলা নাঈম এবারও শুরু থেকে চড়াও হন বোলারদের ওপর। শুরুতে একটু সময় নেন সাইফ।

একটু অদ্ভূতভাবেই ভাঙে ১২০ রানের শুরুর জুটি। ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ এর দায়ে ফিরে যান নাঈম। ৭৬ বলে দুই ছক্কা ও ৫ চারে ৬৬ রান করেন তিনি।

সুযোগ কাজে লাগাতে আবারও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক। চতুর্থ উইকেটে সাইফকে সঙ্গ দেন মোহাম্মদ মিঠুন। ৯৯ রানের জুটিতে এগিয়ে যায় বাংলাদেশ। তিন অঙ্ক ছোঁয়ার পর বেশি দূর যেতে পারেননি সাইফ। ১১০ বলে ১২ চার ও তিন ছক্কায় ফিরেন ১১৭ রান করে।

এক চার ও দুই ছক্কায় ৩৫ বলে ৩২ রানে থামেন অধিনায়ক মিঠুন। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। মঞ্চ প্রস্তুত ছিল আফিফ হোসেন, আরিফুল হক, নুরুল হাসান সোহানদের জন্য। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি তারা। তারপরও সবার ছোট-ছোট অবদানে তিনশ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ।

শ্রীলঙ্কার শিরান ফার্নান্দো ৪ উইকেট নেন ৫০ রানে। বিশ্ব ফার্নান্দো ৬৯ রানে তিনটি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভারে ৩২২/৯ (সাইফ ১১৭, নাঈম ৬৬, শান্ত ২, এনামুল ১৫, মিঠুন ৩২, আফিফ ১২, সোহান ১৭, আরিফুল ৬, আবু হায়দার ৮, সানজামুল ১২*, ইবাদত ৩*; বিশ্ব ১০-০-৬৯-৩, শিরান ১০-০-৫০-৪, মেন্ডিস ৭-০-৪৪-০, করুনারত্নে ৮-০-৬১-০, প্রিয়াঞ্জন ৬-০-২৯-০, আপন্সো ৯-০-৬১-১)

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ১২ অক্টোবর

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে