Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (115 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-১১-২০১১

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ইলেকট্রনিক এবং প্রিন্ট মিড়িয়ার সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি(প্রসাস)এর নব নির্বাচিত কমিটির অভিষেক    

এম. আবদুল মন্নান


সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ইলেকট্রনিক এবং প্রিন্ট মিড়িয়ার সাংবাদিকদের
 সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি(প্রসাস)এর নব নির্বাচিত কমিটির অভিষেক    
গত ৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ইলেকট্রনিক এবং প্রিন্ট মিড়িয়ার সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি(প্রসাস)এর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টান দুবাইস্থ রামাদা কন্টিনেন্টাল হোটেল বলরুমে অনুষ্টিত হয়।নবগঠিত কমিটির সভাপতি সিবলী আল সাদিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এম এ মুছার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ আবু জাফর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলার ড: মাহমুদুল হক, লেবার কাউন্সিলার নাসরিন জাহান,দুবাইস্থ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসির, প্রসাসের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসের, উপদেষ্টা আলী আকবর হারুন, উপদেষ্টা রফিকুল আলম প্রমুখ।

 

এতে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম তালুকদার, এম এ মন্নান, ফারুক মাহমুদ চৌধুরী, সাবের আহমেদ রিজভি, নাসিম উদ্দিন আকাশ, এস এম দিদার প্রমুখ।সভায় প্রবাসী সাংবাদিক সমিতি ও সাংবাদিকদের বিভিন্ন কর্মকান্ডের কথা উল্লেখ করে ব্ক্তারা বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ।প্রবাসেও তারা দেশ ও জাতির সুনাম বৃদ্ধিতে অগ্রনী ভুমিকা পালন করবেন।

আবদুল মন্নানের কোরআন তেলওয়াতের মাধ্যমে সূচীত এই অনুষ্টানে প্রসাসের উপদেষ্টা আলী আকবর হারুন নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং প্রসাসের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক রফিকুল আলম নতুন কমিটির সকলকে শপথ পাঠ করান।

পরে মাহবুব হাসান হৃদয়ের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে প্রবাসী শিল্পীদের নাচ,গান, কবিতা, দলীয় সংগীতসহ নানা পরিবেশনায় উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসীদের মাতিয়ে রাখে।সাংবাদিকদের নিয়ে শৈবাল বড়ুয়া একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

আরব আমীরাত

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে