Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ , ৪ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-০৭-২০১৯

মুসলিম দম্পতিকে 'জয় শ্রী রাম' বলানোর চেষ্টা, চরম অশালীন আচরণ

মুসলিম দম্পতিকে 'জয় শ্রী রাম' বলানোর চেষ্টা, চরম অশালীন আচরণ

চণ্ডীগড়, ০৭ অক্টোবর - ভারতে মুসলিম দম্পতিকে জোর করে 'জয় শ্রী রাম' বলানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, ওই দুই ব্যক্তি এক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে এমনটাই ঘটেছে ভারতের হরিয়ানায়।

জানা গেছে, ওই ঘটনা ঘটনায় অভিযোগে আটক দুই ব্যক্তিকে ১৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ বলছে, শনিবার রাতে হরিয়ানার বাসিন্দা ওই দম্পতি বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। রাত এগারোটা নাগাদ মোটরসাইকেলে চড়ে দুজন হাজির হয় বাসস্ট্যান্ডে। ওই মুসলিম দম্পতিকে উত্যক্ত করতে শুরু করে তারা।

পুলিশ জানিয়েছে, এফআইআর-এ  দম্পতি লিখেছেন ওই দুজনের মধ্যে এক ব্যক্তি নারীর সামনে নিজের যৌনাঙ্গ দেখিয়েছে। আশপাশের কয়েকজন এই ঘটনা দেখে তখন এগিয়ে আসেন। তাঁরাই পুলিশে খবর দেন। আটকে রাখা হয় ওই দুই ব্যক্তিকে। পুলিশ এলে দুজনকে তাদের হাতে তুলে দেয় জনতা।

পুলিশ জানায়, ওই দুজনের মধ্যে একজনের নাম বংশ ভরদ্বাজ, বয়স ২৩ বছর। অন্যজন হলেন সুরেন্দ্র মোহন ভাটিয়া (৩২)। পরীক্ষা করে দেখা গেছে ঘটনার সময়  দুজনই মদ্যপ ছিল।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ০৭ অক্টোবর

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে