নারায়ণগঞ্জ, ০৫ অক্টোবর- শিল্পাঞ্চল ফতুল্লায় ‘শিল্পপতিদের ক্লাব’ নামে খ্যাত দি ইউনাইটেড অ্যাসোসিয়েশন ক্লাবে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ওই ক্লাবে ঢুকতে বেগ পেতে হয় পুলিশের।
বৃহস্পতিবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানায়, গোপন তথ্য ছিল, ওই ক্লাবে জুয়ার বোর্ড চালানো হয় এবং মদ বিক্রি করা হয় অবৈধভাবে। ক্লাবটির নিরাপত্তা এতটাই কড়া যে ক্লাবে প্রবেশ করতে ডিবি পুলিশেরও বেগ পেতে হয়।
কড়া নিরাপত্তাবেষ্টিত এই ক্লাবে অভিযান চালিয়ে জুয়া খেলার টাকাসহ গ্রেফতার করা হয়েছে ক্লাব সভাপতি ও স্থানীয় শিল্পপতি তোফাজ্জল হোসেন তাপুসহ (৫৫) সাতজনকে।
ক্লাবের অপর একটি সূত্র জানায়, এক সময় ক্লাবটি এলাকার গণ্যমান্য লোক, তরুণ সমাজের জন্য উন্মুক্ত থাকলেও গত কয়েক বছর ধরে সেখানে শিল্পপতিদের আনাগোনা শুরু হয়। এরপরই নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সেখানে শুধু জুয়া নয়, এই ক্লাবে নিয়মিত আসতে থাকে অবৈধ মদ-বিয়ারের চালান।
মূলত পুরো ক্লাবের নিয়ন্ত্রকদের মধ্যে অন্যতম হলেন আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী একজন বিশেষ পেশার ব্যক্তি, যিনি এই ক্লাবের একজন কর্মকর্তাও।
এদিকে অভিযানের সত্যতা স্বীকার করে জেলা পুলিশের মিডিয়া উইং বিশেষ শাখার পরিদর্শক (ডিএসবি) ডিআইও-টু সাজ্জাদ রোমন জানান, ডিবি পুলিশের অভিযানে জুয়ার টেবিল থেকে সাতজনকে আটক করা হয়েছে।
সূত্র : যুগান্তর
এন কে / ০৫ অক্টোবর