Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ , ২৮ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 4.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-০৩-২০১৯

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ময়মনসিংহ, ০৩ অক্টোবর- ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মামারিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি- সাদ্দাম ডাকাত সর্দার এবং একাধিক মামলার আসামি। তিনি গফরগাঁও উপজেলার শিবগঞ্জ এলাকার ফজলুল হকের ছেলে।

ভালুকা মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মাজহারুল হক জানান, বুধবার রাত দেড়টার দিকে একদল ডাকাত ভালুকা উপজেলার মামারিশপুর এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছে- এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টহল দল। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দাম নামে একজনকে আটক করে পুলিশ।

আহত সাদ্দামকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দামের নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/৩ অক্টোবর

ময়মনসিংহ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে