Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ , ৪ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.2/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-৩০-২০১৯

সৌদি আরবের পর্যটন ভিসা যেভাবে পাবেন

সৌদি আরবের পর্যটন ভিসা যেভাবে পাবেন

প্রথমবারের মতো ট্যুরিস্ট ভিসা চালু করেছে সৌদি আরব। দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শুক্রবার প্রায় ৪৯টি দেশের নাগরিকের জন্য আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসা সংক্রান্ত ঘোষণা দেয় সৌদি আরব। এমন উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনীতির বৈচিত্র্য আনা।

এ ঘোষণায় পর্যটন ভিসা সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এতে জানতে পারবেন কীভাবে পাবেন সৌদি আরবের পর্যটন ভিসা। আসুন জেনে নেই সে সম্পর্কে-

১. ভিসা ফি ৪৪০ রিয়াল।
২. ট্যুরিস্ট ভিসা ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া যাবে।
৩. অনলাইনের মাধ্যমে এ ভিসা ৫-৩০ মিনিটের মধ্যে বের করা যাবে।
৪. ভিসার মেয়াদ এক বছর।
৫. এ ভিসা ১৮ বছর বা তার বেশি বয়সের লোকদের দেওয়া হবে।
৬. সব ধর্মের মানুষই এ ভিসা পাবেন।
৭. ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য সৌদি আরবে প্রবেশের সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে।
৮. এ ভিসাধারী ব্যক্তি এক বছরের মধ্যে ৯০ দিন সৌদি আরবে থাকতে পারবেন।
৯. ট্যুরিস্ট ভিসাধারী সৌদি আরবের ৬টি প্রধান রুটের মাধ্যমে দেশে প্রবেশ করতে পারবেন।
১০. ট্যুরিস্ট ভিসা ৩ উপায়ে পাওয়া যাবে।

উপায়সমূহ

১. নির্ধারিত ওয়েবসাইটে ‘অনলাইন’ নিবন্ধনের মাধ্যমে।
২. সীমান্ত ক্রসিং করার সময়ও ভিসা নিতে পারবেন। বিমানবন্দরগুলোতে ভিসা পাওয়ার সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিমানবন্দরগুলো হচ্ছে- কিং খালিদ বিমানবন্দর, কিং আবদুল আজিজ বিমানবন্দর, কিং ফাহাদ বিমানবন্দর, যুবরাজ মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর এবং আল-বাহা গ্রাউন্ড ফ্রন্টিয়ার।
৩. অনুমোদিত দেশগুলোতে সৌদি দূতাবাস ও কনস্যুলেটের প্রতিনিধিদের মাধ্যমেও ভিসা পেতে পারবেন।

এন এইচ, ৩০ সেপ্টেম্বর

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে