ময়মনসিংহ, ২৯ সেপ্টেম্বর - ময়মনসিংহের মুক্তাগাছায় সড়কের পাশে বস্তায় মিলল মানুষের কঙ্কাল। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কালিবাড়ি-চেচুয়া সড়কের হাতিল এলাকা বস্তাবর্তি কঙ্কাল উদ্ধার করে পুলিশ
পুলিশ জানায়, স্থানীয়রা রাস্তার পাশে বস্তা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তার ভিতর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করে।
মুক্তাগাছা থানার ওসি আলী মাহমুদ জানান, এ কঙ্কাল নারী নাকি পুরুষের তা নিশ্চিত হওয়া যায়নি। কঙ্কালটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২৯ সেপ্টেম্বর