Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ , ১৫ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.2/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২৮-২০১৯

চুল দ্রুত বড় করার উপায়

চুল দ্রুত বড় করার উপায়

অনেকেরই চুল দ্রুত বাড়ে না। সেক্ষেত্রে কিছু পন্থা অবলম্বন করলে এই সমস্যার সমাধান সম্ভব।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে দ্রুত চুল বড় করার উপায় সম্পর্কে জানানো হল।

নিয়মিত চুল ছাঁটা: চুল দ্রুত বড় করতে চাইলে নিয়মিত চুল ছাঁটতে হবে। এতে আগা ফাঁটার সমস্যা কমে এবং চুলের বৃদ্ধি হয়।

সঠিক পুষ্টি গ্রহণ: চুলের বৃদ্ধির জন্য সঠিক পুষ্টির প্রয়োজন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন- ডিম, দই ও স্বাস্থ্যকর বাদাম খাওয়া ভালো।

তাপ প্রয়োগ বাদ: তাপীয় যন্ত্র যেমন- স্ট্রেইটনার ও কার্লার চুলের ক্ষতি করে। চুলের স্বাস্থ্যকর পরিচর্যা চুল দ্রুত বৃদ্ধিতে সহায়ক।

খুব বেশি শ্যাম্পু না করা: প্রতিদিন শ্যাম্পু করা হলে মাথার প্রাকৃতিক তেল যা চুল মসৃণ রাখে তা নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন শ্যাম্পু না করে সপ্তাহে তিন-চারবার শ্যাম্পু করা উচিত।

কন্ডিশনার বাদ দেবেন না: শ্যাম্পু করার পরে অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে। এটা চুল মসৃণ রেখে আগা ফাঁটা সমস্যা দূর করতে সাহায্য করে। কন্ডিশনার চুলের গোড়া মজবুত রাখে।

চুলে তেল: নিয়মিত তেল ব্যবহারে চুলের বৃদ্ধি হয়। এটা চুলের গোড়া শক্ত করে ও ঘনত্ব বাড়ায়।

চুল শক্ত করে বাঁধা নয়: চুলে টিপটপ ভাব ধরে রাখতে উঁচু করে চুল বাঁধা সবচেয়ে ভালো উপায়। তবে শক্ত করে বাঁধলে চুলের ক্ষতি হয় ও দুর্বল করে ফেলে। সেক্ষেত্রে চুলে ক্লিপ ব্যবহার করা ভালো।

আর/০৮:১৪/২৮ সেপ্টেম্বর

রূপচর্চা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে