Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ , ৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২৩-২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয় দেওয়া প্রতারক গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয় দেওয়া প্রতারক গ্রেপ্তার

ঢাকা, ২৩ সেপ্টেম্বর- রাজধানীর শাহজাহানপুর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসসহ বিভিন্ন পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হাসিবুল আলম রানা নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার কমলাপুর আইসিডি গেট থেকে তাকে গ্রেপ্তারের খবর গতকাল গণমাধ্যমকে জানায় ডিবি পুলিশ।

ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের (সুটিং ইনসিডেন্ট) সিনিয়র এসি আশরাফউল্লাহ বলেন, গ্রেপ্তার রানা কখনো নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, কখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব বা অতিরিক্ত সচিব, কখনো শিক্ষামন্ত্রীর পিএ বা পিএস পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। এসব পরিচয় দিয়ে চাকরিজীবীসহ, চেয়ারম্যান, ইউএনও, ওসি, অধ্যক্ষকে ফোন দিয়ে বদলি, পদোন্নতি, গরিব মানুষের বিয়ে, চিকিৎসা করানোর নামে সে প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা নিত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সচিব, যুগ্ম সচিবের নামসহ তিনটি সিল, ৪টি সিম ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

আর/০৮:১৪/২৩ সেপ্টেম্বর

অপরাধ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে