Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ , ২৯ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২২-২০১৯

রাজশাহী, রংপুর,সিলেটসহ সারাদেশে ১৩ টি সিনেপ্লেক্স হচ্ছে

রাজশাহী, রংপুর,সিলেটসহ সারাদেশে ১৩ টি সিনেপ্লেক্স হচ্ছে

ঢাকা, ২২ সেপ্টেম্বর- রাজশাহী,ঢাকা, রংপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহসহ ১৩ টি জেলায় উন্নত মানের সিনেপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এমনই তথ্য জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী গতমাসে অনুমতি দিয়েছেন,  আইসিটি অ্যাডভাইজার সজিব ওয়াজেদ ভাইয়ের নির্দেশে দেশে যে ২৮ টি হাইটেক পার্কে প্রতিষ্ঠা করেছি- আমরা এই ২৮ টি হাইটেক পার্কে স্পোর্টস, মিউজিক, ইয়ুথ কর্নার নির্মাণ করবো। যেখানে খেলা ও সঙ্গীত চর্চা আরো এগিয়ে যাবে। আমরা ইতোমধ্যে ১৩ টি হাইটেক পার্কে- রাজশাহী,ঢাকা, রংপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহসহ ১৩ টি আন্তর্জাতিক মানের মাল্টিপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। যেখানে মাল্টিপারপাস অডিটোরিয়াম থাকবে।'

গতকাল ইন্টারকন্টিনেন্টালে টিএম ফিল্মের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সেনা প্রধান জেনারেল আজিজসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। ছিলেন বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি, বলিউডের জনপ্রিয় গায়ক কৈলাশ ও বাংলাদেশের সকল জনপ্রিয় চিত্রনায়ক ও নায়িকারা। এছাড়াও সঙ্গীতাঙ্গনের সকল তারকারাও উপস্থিত হয়েছেন এদিন। এই অনুষ্ঠানের মাধ্যমেই টিএম ফিল্মসের যাত্রা শুরু হয়।  

পলক বলেন, 'আজকে ভালোবাসার দুটো মানুষ বিশ্বে শান্তির জন্য সঙ্গীতকে বেছে নিয়েছেন। বিশ্বে দরিদ্র হানাহানি, কোনো ধরনের সহিংসতা থাকবে না। আমাদের জাতির পিতা শেখ মুজিবর রহমান সারাজীবন ভালোবাসার দর্শনকে ভালোবেসে গেছেন, অনুসরণ করে গেছেন। রবার্ট ফ্রস্ট স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাক্ষাৎকারের প্রথম দুটো প্রশ্নর উত্তরে বলেন তিনি জনগণকে ভালোবাসেন, এবং বেশিমাত্রায় ভালোবাসেন।'

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের স্বাধীনতার প্রেরণা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়। সঙ্গীত মানুষের ক্ষুধা মেটায়। স্কুল কলেজ, সবখানেই সঙ্গীত চর্চা গড়ে তুলতে হবে। তিনি সঙ্গীতকে সারাবিশ্বে তুলে ধরার জন্য কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গীত নেতৃত্ব দেবে।'

পলক বলেন, 'দেশের শিল্পী, প্রযোজক, সংস্কৃতির মানুষ শিল্প চর্চায় এগিয়ে আসলে আমরা পাশে থাকবো। আমরা সবসময় ছিলাম ভবিষ্যতেও থাকবো।'

পলকের বক্তব্যে সিনেপ্লেক্সের তথ্য উঠে এলো

সূত্র: কালের কণ্ঠ

আর/০৮:১৪/২২ সেপ্টেম্বর

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে