Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২১-২০১৯

ধাওয়ানকে না জানিয়েই তার ভিডিও ফাঁস করলেন রোহিত

ধাওয়ানকে না জানিয়েই তার ভিডিও ফাঁস করলেন রোহিত

নয়াদিল্লী, ২১ সেপ্টেম্বর - খেলার মাঠে যাদের সবসময় দেখা যায় শতভাগ মনোযোগী ও সচেতন, তারাই যে মাঠের বাইরে পুরো মজাদার ব্যক্তিত্ব- এর প্রমাণ মেলে সদা সর্বদাই। যার সবশেষ উদাহরণ হয়তো ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মার মধ্যকার খুনসুটির ঘটনা।

ভারতের হয়ে ব্যাটিং সূচনায় যেমন একসঙ্গে নামেন রোহিত ও ধাওয়ান, তেমনি কোথাও যেতে হলে বিমানেও পাশাপাশি সিটেই থাকেন এ দুই ব্যাটসম্যান। এরই ফায়দা লুটেছেন রোহিত, গোপনে ধারণ করেছেন ধাওয়ানের একা একা কথা বলার ভিডিও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে ব্যাঙ্গালুরু পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। যাত্রাপথে পাশাপাশি সিটে ছিলেন রোহিত ও ধাওয়ান। তখন হুট করেই রোহিত খেয়াল করেন যে একা একাই কথা বলছেন ধাওয়ান। কোনো সময় নষ্ট না করে তা নিজের মোবাইলে ভিডিও করে ফেলেন রোহিত।

সঙ্গে সঙ্গে আপলোড করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লিখেন, ‘না না! সে আমার সঙ্গে কথা বলছে না। এমনকি সে এখন এতোটা ছোটও নেই যে তার কোনো কাল্পনিক বন্ধু থাকবে। এতটা পাগলামি কেন বড়দা?’

রোহিতের ভিডিও ব্যাপক আলোচিত হয় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধাওয়ানের এ কাণ্ডে মজা পান সবাই। তবে আসল ঘটনা কী তা জানার কৌতূহলও ছিল সবার মনে। সেটি জানিয়েছেন ধাওয়ান নিজেই।

রোহিতের আপলোড করা ভিডিওর মন্তব্যের ঘরে ধাওয়ান লিখেন, ‘আমি তো কবিতা অনুশীলন করছিলাম এবং তখন জনাব (রোহিত) আমার ভিডিও করে ফেললো। কতো মনোযোগ দিয়ে অনুশীলন করছিলাম, খুবই ভালো ছিলো। ইশ! যদি পড়ালেখাতেও এত মনোযোগ দিতাম।’

এন এইচ, ২১ সেপ্টেম্বর

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে