Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ , ৩০ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২১-২০১৯

পাকিস্তান সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

পাকিস্তান সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

ইসলামাবাদ, ২১ সেপ্টেম্বর - ব্রিটেনের ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন চার দিনের সফরে আগামী অক্টোবরে পাকিস্তান যাচ্ছেন।

পাকিস্তানের ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৪ থেকে ১8 অক্টোবর পাকিস্তান সফরে আসবেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।

দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটিতে সফরে যাওয়ার আগে লন্ডনে আগা খান সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তারা। প্রিন্স কারিম আগা খান ওই অনুষ্ঠানের আয়োজক।

প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রীর এটিই প্রথম পাকিস্তান সফর।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল বলেন, এই রাজকীয় জুটির সফরের অপেক্ষায় আছে পাকিস্তান ও তার জনগণ।

তিনি বলেন, যুক্তরাজ্য ও পাকিস্তানের গভীর আন্তরিক সম্পর্ক রয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করতে এই সফর আরেকটি সুযোগ এনে দেবে বলে তিনি মনে করেন।

২০১৮ সালের জানুয়ারিতে সুইডেন ও নরওয়েতে সর্বশেষ বড় সফরে বের হয়েছিলেন এই জুটি। তখন মিডলটনের গর্ভে ছিল তাদের তৃতীয় সন্তান প্রিন্স লুইস।

এরপর মধ্যপ্রাচ্য, ফ্যান্স, আফ্রিকা ও নিউজিল্যান্ডে একক সফরে যান উইলিয়াম। গত ডিসেম্বরে তারা সাইপ্রাস ভ্রমণে গিয়েছিলেন।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২১ সেপ্টেম্বর

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে