Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২০-২০১৯

ক্রীড়াচক্রে অভিযানে যা পাওয়া গেল

মো: ইমরান হোসেন


ক্রীড়াচক্রে অভিযানে যা পাওয়া গেল

ঢাকা, ২০ সেপ্টেম্বর- ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্রের অভিযান শেষ হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে সঙ্গে নিয়ে এই অভিযান শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। এই ঘটনায় শফিকুল আলম ফিরোজসহ আরও ৩ জনকে আটক করা হয়।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার সময় অভিযান শেষে র‌্যাব থেকে জানানো হয়, অভিযানে সেখানে ক্যাসিনো পাওয়া যায়নি, তিন রাউন্ড গুলিসহ পিস্তল, জুয়া খেলার সরঞ্জাম (তাস), ভিন্ন ধর্মী ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ লে: কর্ণেল আশিক বিল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, নিকেতনে নিজ ব্যবসায়িক কার্যালয় ‘জি কে বিল্ডার্সে’ অভিযান চালিয়ে যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করেছে র‌্যাব। সেখান থেকে নগদ প্রায় দেড় কোটি টাকাসহ ২০০ কোটি টাকার এফডিআর উদ্ধার করা হয়। এছাড়া অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ বিদেশি মদও জব্দ করা হয়। শামীমের সঙ্গে থাকা তার সাত দেহরক্ষীকেও আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২০ সেপ্টেম্বর

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে