Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৩১ মে, ২০২০ , ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২০-২০১৯

মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি  

শরীফ উদ্দিন


মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি

 

মোজাম্বি, ২০ সেপ্টেম্বর- দক্ষিণ আফ্রিকার পাশের দেশ মোজাম্বিকের মুকুবা শহরের পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরাফাত (২৩) ও আল আমিন নামে ২ বাংলাদেশিসহ ২ মোজাম্বিকের নাগরিক মোট ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন।

আরও ৩ বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে মোজাম্বিকের মুকুবা শহর থেকে দক্ষিণ আফ্রিকায় আসার পথে নামুতু নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে মেহেদী হাসান ও হুমায়ুন কবির নামে ২ বাংলাদেশি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে আহতদের মধ্যে মোহাম্মদ ইকবাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

মোজাম্বিকের মুকুবা বাংলাদেশ কমিউনিটি নিহত দুই ভাই আরাফাত ও আল আমিন কে তাদের পরিবারের সম্মতিতে সেখানে দাফন করা হয়েছে। তারা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মির ওয়ারিশপুর গ্রামের সালেহ আহমেদের পুত্র।

এন কে / ২০ সেপ্টেম্বর

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে