মাদারীপুর, ১৮ সেপ্টেম্বর - মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এতে এক তরুণী আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের সদর উপজেলার খাগদী এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকার মনছুর সর্দারের ছেলে ফজলুল হক সর্দার (৩০), অপরজনের পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন বরিশালের গৌরনদীর উপজেলার খাঞ্জাপুর এলাকার মহুর আলী সর্দারের মেয়ে লিপি আক্তার (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালকিনি উপজেলার ভূরঘাটা থেকে এক তরুণীসহ তিনজন মোটরসাইকেলযোগে মাদারীপুরে আসছিলেন। এ সময় খাগদী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার বদরুল আলম দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৮ সেপ্টেম্বর