Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-১৬-২০১৯

স্লোভাকিয়া থেকে ফরিদের লাশ আনতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে শফিক চৌধুরী

স্লোভাকিয়া থেকে ফরিদের লাশ আনতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে শফিক চৌধুরী

সিলেট, ১৬ সেপ্টেম্বর - দালালদের মাধ্যমে ফ্রান্স যাওয়ার সময় স্লোভাকিয়ার গভীর জঙ্গলে মারা যান বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের সমসাদ আলীর ছেলে ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ। লাশ উদ্ধারের ১৫ দিন পার হয়ে গেলেও তা দেশে আনতে উদ্যোগী হচ্ছিলেন না কেউ। অবশেষে ফরিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির কাছে ছুটে যান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে দেখা করে লাশ ফেরত আনার জন্য পরিবারের আবেদন পৌঁছানো হয়। 

ফরিদের লাশ দ্রুত দেশে ফেরত আনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির।

সুত্র : সিলেটভিউ২৪
এন এ/ ১৬ সেপ্টেম্বর

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে