Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-১৪-২০১৯

এবার আফগান সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে ৪ পাকিস্তানি সেনা নিহত

এবার আফগান সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে ৪ পাকিস্তানি সেনা নিহত

কাবুল, ১৪ সেপ্টেম্বর- পাক-আফগান সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে পাকিস্তানের চার সেনা নিহত নিহত ও একজন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ খবর দিয়েছে।

দুটি আলাদা হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত আব্বা খেল এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে একটি নিয়মিত সেনা টহল দলের উপর গতরাতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় মারা যান ২৩ বছর বয়সী সিপাহী আক্তার হোসেন। এ সময় পাক সেনাদের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয় বলে জানিয়েছে। এ খবর দিয়েছে পার্সটুডে।

অন্য ঘটনায় আফগান সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের সময় পাক সেনাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হন।

খায়বার-পাখতুনখোয়া প্রদেশের গত কয়েক বছর ধরে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। তার পরেও মাঝেমধ্যেই সন্ত্রাসীরা ছোটখাটো হামলা চালাচ্ছে।

আর/০৮:১৪/১৪ সেপ্টেম্বর

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে