Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ , ২ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-১২-২০১৯

যেভাবে হোয়াইট হাউসের ফোনেও কান পাতে ইসরাইল!

যেভাবে হোয়াইট হাউসের ফোনেও কান পাতে ইসরাইল!

জেরুসালেম, ১২ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন ও সরকারি দফতর হোয়াইট হাউসের আশপাশের ফোনে আড়ি পাতে ইসরাইল। এজন্য ইহুদীবাদী দেশটি সেখানে স্ক্যানার বসিয়েছে।

হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার এক রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পলিটিকো।

মার্কিন ম্যাগাজিনটি জানায়, হোয়াইট হাউসের আশপাশের ফোনের আলাপ ও বার্তা কপি করায় সক্ষম এমন স্ক্যানার বসিয়েছে ইসরাইল।

২০১৭ সালে এটি আবিষ্কার করা হয়েছিল বলে জানিয়েছে পলিটিকো।

জাতীয় নিরাপত্তা দফতরের সাবেক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এফবিআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার করা ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এতে ইসরাইলি এজেন্টদের জড়িত থাকার তথ্য মেলে।

এক কর্মকর্তা জানান, ‘এর মাধ্যমে সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ঘনিষ্ঠ মিত্র ও সহযোগীদের টার্গেট করা হয়েছে।’

ইসরাইলের এ প্রচেষ্টা সফল হয়েছে কিনা তা স্পষ্ট নয় বলে জানিয়েছে পলিটিকো। তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘যুক্তরাষ্ট্রে কোন ধরনের নজরদারি মিশন চালায়নি ইসরাইল।’

আর/০৮:১৪/১২ সেপ্টেম্বর

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে