Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ , ১১ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-১০-২০১৯

‘সুবিচার-ন্যায় প্রতিষ্ঠায় কারবালা আমাদের প্রেরণা’

মো. ইলিয়াস


‘সুবিচার-ন্যায় প্রতিষ্ঠায় কারবালা আমাদের প্রেরণা’

ঢাকা, ১০ সেপ্টেম্বর- গুম-খুন-হত্যা আর রাষ্ট্রীয় নিপীড়নের এই বাংলাদেশে সুবিচার ও ন্যায় প্রতিষ্ঠায় কারবালার আত্মত্যাগের ঘটনা দেশবাসীকে প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রীয় উৎপীড়নের মুখে বিপর্যস্ত বাংলাদেশের জনগণ। ন্যায় ইনসাফ রাষ্ট্র-সমাজ থেকে বিদায় নিয়েছে। এই পরিস্থিতিতে সুবিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে কারবালার আত্মত্যাগের ঘটনা আমাদের প্রেরণা জোগাবে।

‘সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে হযরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এর শহীদ হওয়ার শোকাবহ স্মৃতি বিজড়িত দিন ১০ মহররম আমাদের আজও গভীর দুঃখ ভারাক্রান্ত ও বেদনার্ত করে তোলে। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে কারবালায় তিনি, নিজ পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচরসহ জালিমের হাতে শহীদ হন।’

মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগত কোনও অভিলাষ নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্ম-সম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তার নিজের আত্মত্যাগের ঘটনা সারা দুনিয়ার সব মজলুমকে প্রতিবাদী হতে শতাব্দির পর শতাব্দি ধরে প্রেরণা যুগিয়ে চলছে।

বিবৃতিতে হযরত ইমাম হোসাইন (রা.) এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবার ও কারবালার শহীদদের আত্মার শান্তি কামনা করেন মির্জা ফখরুল।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/১০ সেপ্টেম্বর

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে